Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৪৭ পিএম প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

কুষ্টিয়ার কুমারখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। রোববার সন্ধ্যার পর  পৌরসভার ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে পুলিশের কড়া বেষ্টনীর মধ্যে দিয়ে বিভিন্ন  মন্দিরের প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়েছে।
এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শিশির কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শংকর মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন। 
কুমারখালীতে মোট  ৫৪ টি মন্দিরের মধ্যে ৫২ টি মন্দিরের প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়েছে।

Side banner