Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) সংবাদদাতা  অক্টোবর ৬, ২০২৪, ০৬:১৬ পিএম ডোমারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'শারদীয় দুর্গাপূজা-১৪৩১' সুষ্ঠুভাবে সম্পন্ন ও আনন্দ-উদ্দীপনায় উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারিভাবে প্রত্যেক মণ্ডপের জন্য বরাদ্দকৃত চালের ডিও বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। 
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
এছাড়া সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর লিটন মাহমুদ, আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ রুবেল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা শেষে ডোমার উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চালের ডিও প্রদান করা হয়। 

Side banner