Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও মিলাদুন্নবী পালন


দৈনিক পরিবার | মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ প্রতিনিধি অক্টোবর ৩, ২০২৪, ০৭:২১ পিএম বিশ্বনাথের দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও মিলাদুন্নবী পালন

সিলেটের বিশ্বনাথের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন করা হয়েছে। এতে মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ কক্ষে আয়োজিত হযরত মুহাম্মদ (সা.) এর জীবনকর্ম-শিক্ষাসহ নানা বিষয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন বক্তারা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় সভাপত্বি করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল গণি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ রহিম বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শের আলোকে সমাজ, রাষ্ট্র ও আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। মহানবী মানব জাতীর জন্য হেদায়েতের বার্তা নিয়ে আগমন করেন। কুরআন ও হাদিসের বিধানে জীবন ও রাষ্ট্র পরিচালনা হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে নির্দ্বিধায়।
কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও  উপস্থিত ও বক্তব্য রাখেন, দেওকলস মাইজগ্রাম মাদ্রাসার সম্মানিত সুপার লুৎফুর রহমান, মিছবাউল উলুম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাও. আবুল কালাম আজাদ, শাহ জালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাও. জয়নাল আবেদীনসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

Side banner