মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে সীরাতুন্নবী (সঃ) শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও কলেজের অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় কলেজের ছাত্র আমিনুল ইসলাম তৌহিদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, অধ্যাপক এ. কে. এম. শফিউল আলম প্রমুখ।
পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আপনার মতামত লিখুন :