Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর অক্টোবর ৩, ২০২৪, ০৪:২০ পিএম হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন ও ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সভাপতি বিধান কৃষ্ণ রায়, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের রূপগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র গোপ, দয়াল চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল, উত্তম সাহা সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় সন্ত্রাসীরা হামলা ও নির্যাতন করছে। গতকাল রাতে ইছাখালির ব্যবসায়ী দয়াল চন্দ্র শীলের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দুঃস্কৃতিকারীরা হামলা করেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায়  আনার দাবি জানাচ্ছি।

Side banner