Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাঞ্ছারামপুরে ঈদে মিলাদুন্নবী পালিত


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৭:১৫ পিএম বাঞ্ছারামপুরে ঈদে মিলাদুন্নবী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর উপজেলায় আনন্দঘন পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নবীপ্রেমিক উপজেলা সদরে এসে জমায়েত হয়।  
স্লোগানে স্লোগানে, আনন্দ মিছিল করে উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর গ্রাম হয়ে দুর্গারামপুর ওভার ব্রিজ দিয়ে জগন্নাথপুর গ্রামের পল্লী বিদ্যুৎ মোড় হয়ে বাঞ্ছারামপুর সরকারি কলেজের সম্মুখ সড়ক পথে প্রতাপগঞ্জ চকবাজার হয়ে পুনরায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
তারপর বিভিন্ন দরবার শরীফের তরিকাপন্থী মানুষজন আলোচনায় অংশগ্রহণ করেন।
সিরিকোট দরবার শরীফ, দেওয়ান বাগ দরবার শরীফ, মাইজভান্ডারী দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, সাতরোজা দরবার শরীফ এর অনুসারীগণ ঈদে মিলাদুন্নবীর মাহাত্ম্য ও আদর্শিকতা তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর কাদেরিয়া তাহিরিয়া আব্দুল গনি খানকা শরীফের সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব মো. অহিদুজ্জামান অহিদ, কুমিল্লার মুরাদনগর উপজেলার চিশতিয়া দরবার শরীফের বাঞ্ছারামপুর প্রতিনিধি জেড এইচ শুকড়ী সেলিম, মাইজভান্ডারী বাঞ্ছারামপুর শাখা দরবার শরীফের সভাপতি মো. সানাউল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলহাজ্ব আবু নাসের মো. মুসা, মো. শিশু ডাক্তার, গাউছিয়া কমিটি বাঞ্ছারামপুর উপজেলা শাখার সহ সভাপতি মো. গিয়াসউদ্দিন সরকার, আহলে সুন্নাত ওয়াল জামাত বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস ঠিকাদার, গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ আল কাদেরী, বাঞ্ছারামপুর সোবহানিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুর্গারামপুর দেলোয়ার আলী ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ নবী হোসেন আল কাদেরী।
উক্ত সভায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বক্তারা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন আলেম ওলামা, পীর মাশায়েখ, গাউস কুতুব, অলি আউলিয়ার পবিত্র মাজার ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে হুশিয়ার দিয়ে বলেন, যারা অলি আউলিয়ার মাজার ভাঙ্গে তারা এজিদের দোসর এবং আজকের পর থেকে যদি কোন এজিদপন্থীরা অলি আউলিয়ার পবিত্র মাজার শরীর বা কোন রওজা শরীর ভাঙতে আসে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

Side banner