Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ পালিত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০২:৪৪ পিএম নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছ পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও জশনের জুলুছ পালিত হযেছে। জশনে জুলুছে হাজার হাজার নবী প্রেমিক অংশ নেয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১০ টার দিকে  নাসিরনগর কলেজ মোড় জামিয়া মতিনিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ময়দান হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
জশনে জুলুছে প্রিয় নবী (সাঃ) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়।
নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পীরে তরিকত মাওঃ রিয়াজুল করিম আল-কাদেরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওঃ আতাউর রহমান গিলমানের সঞ্চালনায়, উপস্থিত ছিলেন পীরে তরিকত মাওলানা আলা উদ্দিন আল-কাদরী,  মাওলানা মোস্তাক আল ওয়াইসি আল-কাদরী, পীরজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিক, সৈয়দ আশরাফুল আবদাল মোকাল্লীদ, মাও: ইলিয়াস হোসাঈন, গোলাম মোহাম্মদ খান, মাওঃ সিরাজুল ইসলাম কনা মিয়া, মাওঃ কুতুবুল আজিজ,  মাওঃ জসিম উদ্দিন আল- কাদরী, মাওঃ এখলাছুর রহমান, মাওঃ হাবিবুর রহমান সহ মুখ।

Side banner