Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

সোনাতলায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার আগস্ট ২৬, ২০২৪, ০৮:২৯ পিএম সোনাতলায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত

বগুড়ার সোনাতলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ আবির্ভাব (জন্মাষ্টমী) তিথি পালিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সোনাতলা রাম নারায়ণ বিহানী সার্বজনীন দূর্গা মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির আয়োজনে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয়।
দেশের দক্ষিণাঞ্চলে বর্নায় ব্যাপক ক্ষয় ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবছর অনুষ্ঠান ছোট আকারে করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীমনোরঞ্জন সাহা বলেন, ফেনী সহ ওই অঞ্চলের প্রায় কয়েকটি জেলায় একযোগে পানিতে নিমজ্জিত হয়। সেদিক বিবেচনা করে আমরা অনুষ্ঠানের ব্যয় কমিয়ে বর্নাত্বদের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।
এসময়ে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা, গোপাল চন্দ্র সাহা, চঞ্চল চন্দ্র রায়, নির্মল চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র শীল, বিনয় চন্দ্র মহন্ত, স্বপন কুমার মহন্ত, যিতেন শীল, বিনয় প্রাং, শিক্ষক গৌতম চন্দ্র সাহা, উপজেলা হিন্দু প্রতিনিধি ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার প্রমুখ।
এসময়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনী ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন শিক্ষক গৌতম সাহা।

Side banner