Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মডেল মসজিদের জনবলকে রাজস্ব খাতে আনার দাবী


দৈনিক পরিবার | মনির মোল্যা জুন ৩০, ২০২৪, ১১:৩৩ এএম মডেল মসজিদের জনবলকে রাজস্ব খাতে আনার দাবী

মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার দাবী জানিয়ে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি মুক্ত করার জন্য মুহাম্মদ রসুলুল্লাহ (সাঃ) সবচেয়ে উৎকৃষ্ট পন্থা অবলম্বল করেছেন। একইভাবে সাহাবায়েক ইকরামরা একই পদ্ধতি অবলম্বন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জেরো টলারেন্স অবলম্বন করেছেন। মসজিদগুলোতে প্রতি জুম্মায় কোরআন ও হাসিদের দৃষ্টিতে সুন্নার ভিত্তিতে মানুষকে সচেতন করছি তারা যাতে দুর্নীতিমুক্ত জীবনযাপন করেন।

শনিবার (২৯ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা শেষে এসব কথা বলেন বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ। তারা আরো বলেন, দেশের সকল মডেল মসজিদগুলোতে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন সামান্য। যা দিয়ে সংসার ও জীবন ধারন করতে হিমশিম খেতে হচ্ছে। তাই মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবদার জানান।
এর আগে দুপুরে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরসহ দেশের ৩’শ মডেল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
এরআগে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে কোরআন খতম করেন তারা।

Side banner