Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

রাউজানে শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ এপ্রিল ১৪, ২০২৪, ০১:২৪ পিএম রাউজানে শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা সার্বজনীন শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যেগে দক্ষিণ রাউজানের পাঁচশত বছরের প্রাচীনতম শ্রী শ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিটি পর্বে ধর্মীয় সংগীতাঞ্জলি, নত্যানুষ্ঠান, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, বিগ্রহ পূজা, মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ মনোবাসনা পূর্ণ করার জন্য বিগ্রহ পূজা অর্চনা করেন।     
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সভাপতি মৃদুল কান্তি পারিয়াল। এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্রপার বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অসীম পারিয়াল, অর্থ সম্পাদক লাভলু পারিয়াল, রাউজান জন্মাষ্টমী পরিষদের সভাপতি চনন্দ বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন কাঞ্চন বিশ্বাস, নেপাল কর, উজ্জ্বল ঘোষ, রূপন বনিক, তন্ময় পারিয়াল, রানা দে, দোলন পারিয়াল, তপু পারিয়াল, রাজীব দে, রাজীব চক্রবর্ত্তী, রনজিত দাশ, সনজিত ধর, বাদল দাশ, অশোক কুমার বনিক, অনুপ ঘোষ, রিমন ভট্টাচার্য্য, বাশু দাশ, শিমুল দাশ, মিটু বিশ্বাস, অজিত পারিয়াল, শিমুল দাশ, সুমন দে, জয় দাশ, নয়ন দাশ প্রমুখ।

Side banner