Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বাঞ্ছারামপুরে ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. নাছির উদ্দিন অক্টোবর ১৩, ২০২৩, ০৯:৪৬ পিএম বাঞ্ছারামপুরে ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি উত্তর পূর্বপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কবরবাসীর স্মরণে ও রুহের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ১৫তম বার্ষিকী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উজানচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ওয়ারিশ মিয়ার সভাপতিত্বে ও জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. তাজুল ইসলাম ওরফে ছোট তাজ মিয়া।
উক্ত সুন্নী মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ উদীয়মান প্রধান বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন মুজাহিদী চান্দিনা কুমিল্লা, মাওলানা মুফতি আলমগীর হোসেন বুধাইরকান্দি মধ্যপাড়া জামে মসজিদ, মাওলানা সাজ্জাতুল ইসলাম  সাদ্দাম হোসেন সহ বিভিন্ন মসজিদের ওলামে কেরামগণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মো. শহিদুল ইসলাম সরকার, ৪নং ওয়ার্ড মেম্বার হাবীবুর রহমান, মাওলানা কাজী ফরিদ উদ্দিন, হাজী আবুল কাশেম সহ হোমনা বাঞ্ছারামপুরের নবী ও রাসুলের আশেক কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ।
সার্বিক সহযোগিতায় ছিলেন বুধাইরকান্দি পূর্ব ও পশ্চিম পাড়া খুব হোসাইনি সংগঠন, হোসেন মিয়া, বাদল মিয়া, জামির মিয়া, রমজান মিয়া, সোহেল মিয়া প্রমুখ।

Side banner