Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া


দৈনিক পরিবার | ধর্ম ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:১৫ পিএম জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেওয়ান রাকিয়াতে (মালয়েশিয়ার সংসদ) দেওয়া এক বক্তব্যে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারটি জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল, দি স্টার অনলাইনসহ বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিন সংসদ সদস্য আরএসএন রায় প্রশ্ন রাখেন, জাকির নায়েকের ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বলেন, ২০১৯ সালে সাময়িকভাবে ড. জাকির নায়েককে প্রকাশ্যে বক্তব্য প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে, বর্তমানে এ সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা আর কার্যকর নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামিক এই ধর্মপ্রচারক অর্থপাচার এবং বিদ্বেষমূলক বক্তৃতার মাধ্যমে উগ্রতাকে উসকে দিচ্ছেন, এমন অভিযোগে ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন অনেক আগে থেকেই।
২০১৯ সালে কোতা বারুতে এক ভাষণে ড. জাকির নায়েক মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় ‘১০০ গুণ বেশি অধিকার’ ভোগ করেন, তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশি বিশ্বাস করে।

Side banner