Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ডুয়েটে সরস্বতী পূজা উদযাপন


দৈনিক পরিবার | পরান খান ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:২৪ পিএম ডুয়েটে সরস্বতী পূজা উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ সোমবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
পূজার আনুষ্ঠানিকতা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম প্রাঙ্গণে সাজসজ্জা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। ভক্তরা দেবী সরস্বতীর কৃপালাভের আশায় পূজা-অর্চনা করেন এবং শিক্ষার্থীরা বিদ্যাদেবীর আশীর্বাদ কামনা করেন।
মঙ্গলদীপ ২২ তম প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, ডুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিপ্লব কুমার রায়, বস্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার প্রসাদ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহযোগী ছাত্রকল্যাণ পরিচালক মো. রেজাউল করিম।
ডুয়েট বাণী অর্চনা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ পূজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন। পূজার শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

Side banner