Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৭ পিএম পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

পাইকগাছায় বাণী অর্চনা ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ইউনিভার্স্যাল এডাস স্কুলে বাণী অর্চনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, অভিভাবক দীপংকর মন্ডল, বৃন্দাবন দত্ত, রানু মন্ডল, শিক্ষক অতীশ কান্তি সরকার, তাপস বৈরাগী, পুলকেশ মন্ডল, প্রভাবতী স্বর্নকার, শিউলি বিশ্বাস, অঞ্জলি মুখার্জি, সাদিয়া হক, ফারহানা ফেরদৌস, শিক্ষার্থী পূজা মন্ডল ও অতিথি দাশ। 
বাণী অর্চনা করেন পুরোহিত বিপুল চক্রবর্তী। এছাড়া শহীদ জিয়া বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Side banner