Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হরিপুরে মহান বিজয় দিবসে বিজয় মেলা ২০২৪ উদযাপন


দৈনিক পরিবার | গোলাম রব্বানী বিএসসি ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:১৩ পিএম হরিপুরে মহান বিজয় দিবসে বিজয় মেলা ২০২৪ উদযাপন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষে মো. আরিফুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. জাকারিয়া মন্ডল, অফিসার ইনচার্জ হরিপুর, উপাধ্যক্ষ মো. জামাল উদ্দিন সভাপতি উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংগঠন, বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে পুষ্পমাল্য শহীদ মিনারে অর্পণ করা হয় । পুষ্পমাল্য শেষে ১মিনিট নীরবতা, শহীদদের স্মরণে দোয়া, বিজয় র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে  আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ, আনসার ভিডিপি, স্কাউটস,গার্লসগাইড,বিএনসিসি। সমাবেশে পুরস্কার বিতরণ ও বেলুন উড়িয়ে বিজয় মেলার শুভসূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। পরে উপজেলা অডিটোরিয়ামে  বীর মুক্তি যোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান, অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, মোঃ  রুবেল হোসেন   কৃষি  কর্মকর্তা, উপাধ্যক্ষ মো. জামাল উদ্দিন সভাপতি উপজেলা বিএনপি,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দলের নেতা কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

Side banner