সম্পদশালীদের নামে ভূমিহীন সার্টিফিকেট দিয়ে রমরমা বাণিজ্য করার অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খানকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব পলি করের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা মৌজায় ১৭ একর সরকারি খাস জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। সেই জমি ওই এলাকার ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার প্রস্তুতি নেয় স্থানীয় ভূমি অফিস। এলাকার ভূমিহীন লোকজন ওই জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনের কাগজপত্রের সংযুক্তি হিসাবে সংশ্লিষ্ট চেয়ারম্যানের ভূমিহীন সার্টিফিকেট জমা দিতে হয়। সেই সুযোগে গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন রমরমা সার্টিফিকেট বাণিজ্য শুরু করেন। প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ভূমিহীন সার্টিফিকেট দেন বলে অভিযোগ উঠেছে।
প্রতি সার্টিফিকেট থেকে অভিযুক্ত চেয়ারম্যান ৫ থেকে ৮ হাজার টাকা করে নিয়েছেন। চেয়ারম্যানের এমন অপকর্মের বিচার চেয়ে কদমশ্রী (মনিকা) গ্রামের অর্ধশত ভুক্তভোগী নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত চেয়ারম্যানের বিচারের দাবিতে মনিকা গ্রামে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এছাড়াও একই ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের ১২ লাখ টাকা মূল্যের সৌর প্যানেল আত্মসাৎ করার লিখিত অভিযোগ রয়েছে চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে।
এ সব অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসন। তদন্ত কমিটি ঘটনার সত্যত্যা পেয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করেন। গত ৪ই ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপির শাখা-১ এর উপসচিব পলি করের স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :