Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

খোকসায় সাবেক পৌর কাউন্সিলর তরুণ গ্রেপ্তার


দৈনিক পরিবার | মো. সবুজ আলী, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি ডিসেম্বর ৮, ২০২৪, ১০:২৮ এএম খোকসায় সাবেক পৌর কাউন্সিলর তরুণ গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসায় পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাশেম তরুণকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানা যায় শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিল আবুল কাশেম তরুণ খোকসা কালীবাড়ি মন্দিরের সামনে হাটাহাটি করছিলেন। এ সময় খোকসা থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। আবুল কাশেম তরুণ এর পিতার নাম মৃত ইউসুফ প্রামানিক।
রাতেই খোকসা থানা পুলিশের হোয়াটসআ্যাপ গ্রুপে গ্রেফতার সাবেক কাউন্সিলর আবুল কাশেম তরুণের ছবি পোস্ট করা হয়। সেখানে মামলার ধারা সহ জানানো হয়, পৌর আওয়ামী লীগের সদস্য।  বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

Side banner