Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গাংনীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | গাংনী (মেহেরপুর) প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৪, ০৮:০২ পিএম গাংনীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে বিনা ভোটে নির্বাচিত অবৈধ ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে স্থায়ীভাবে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।
রবিবার (২৪ নভেম্বর), বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধানখোলা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপি'র  সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের।
এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গাংনী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 
পরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী ও গাংনী উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব বুলবুল ও যুবদল নেতা মুনশাদ আলীসহ অনেকে।
এসময় বক্তারা, ধানখোলা ইউপি চেয়ারম্যানসহ সকল চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে বলেন, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পূনরায় ইউনিয়ন পরিষদের পুনঃযোগদান করার চেষ্টা করেন ও উপজেলা নির্বাহী অফিসার যদি তাদের যোগদানের ক্ষেত্রে সহযোগিতা করেন এবং যোগদানের পর যদি কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে তার দায়ভার উপজেলা নির্বাহী অফিসারকে নিতে হবে।
এসময় তারা ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে স্থায়ীভাবে অপসারণসহ গ্রেপ্তারের দাবি জানান।
এসময় ধানখোলা ইউনিয়নের শতশত মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

Side banner