অবৈধভাবে দখলে নেওয়া দোকান থেকে উচ্ছেদ করায় কুষ্টিয়ার খোকসা পৌরসভার বিরুদ্ধে মানববন্ধন করেছেন খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিব। মঙ্গলবার সকালে খোকসা পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবৈধভাবে পৌরসভার দোকান দখলের প্রায় ১ মাস পর উচ্ছেদ করেছেন পৌর কর্তৃপক্ষ।
জানা যায়, দীর্ঘ ১৭ বছর পৌরসভার মাছ বাজারের টিনসেড ঘরের প্রথম দোকানে আলিম মিয়া রুনু মাছের ব্যবসা পরিচালনা করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রাজিব তিনশত টাকার স্ট্যাম্পে তার বাবার নামে তৎকালীন মেয়র উল্লেখিত দোকান লিখে দিয়ে গেছেন দাবী করে দোকান ছাড়তে বলেন। একপর্যায়ে বলপ্রয়োগ করে দোকান থেকে আলিম মিয়া রুনুকে সরিয়ে দখলে নেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানার পর প্রায় ১ মাস পর দোকান তাদের দখলে নেন। এবং সোমবার পৌরসভার পক্ষ থেকে আলিম মিয়া রুনুকে দোকান বুঝিয়ে দেওয়া হয়। আলিম মিয়াকে দোকান ফিরিয়ে দেওয়ায় খোকসা মাছ বাজারের প্রতিটি ব্যবসায়ী আনন্দ প্রকাশ করেন।
আলিম মিয়া রুনু জানান, রাকিবুল হাসান রাজিব তার কাছে ৬০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিমাসে ২ হাজার ৫ শত টাকা ভাড়া দাবী করেন। এবং ওইদিনই বলপ্রয়োগ করে ২০ হাজার টাকা ও এক মাসের ভাড়া নিয়ে যায়। পরবর্তীতে বাকী টাকা দিতে না পারলে দোকান থেকে তার সমস্ত মালামাল ফেলে দিয়ে দোকান দখলে নেয় রাকিবুল হাসান রাজিব। একমাত্র উপার্জনের কর্মস্থল হারিয়ে তিনি দিশেহারা হয়ে পরেন। পরবর্তীতে পৌর কর্তৃপক্ষ দোকান উদ্ধার করে তাকে ফেরত দিয়েছেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা জানান, পৌরসভার দোকান অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়েছে। মানববন্ধন কর্মসূচির বিষয়ে তিনি কিছু জানেননা। এ ধরনের কর্মকাণ্ড করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :