Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়াই ইউপি চেয়ারম্যানকে অপসারণ


দৈনিক পরিবার | বাবুল রহমান রবিন  অক্টোবর ২২, ২০২৪, ০৬:৩১ পিএম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়াই ইউপি চেয়ারম্যানকে অপসারণ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ২১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া ইউপির ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ অভিযোগের তদন্তে নামেন এবং তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়।
তদন্তের পর ইউপি সদস্যরা নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করা হলে, অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি এবং বিপক্ষে ৩টি ভোট পড়ে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন ও অনাস্থা প্রস্তাবের ফলাফল জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়, এবং সেই ভিত্তিতে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাপ্ত চিঠির আলোকে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Side banner