Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

জামালগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


দৈনিক পরিবার | মো. শাহীন আলম আগস্ট ২৫, ২০২৪, ০৭:৫২ পিএম জামালগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: কামাল এর সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জামালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করেন ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: কামাল। তিনি বলেন, আমি মো: কামাল, চেয়ারম্যান, ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। আমি জামালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ভাইদের সামনে হাজির হয়ে লিখিত বক্তব্য পাঠ করতেছি যে, আমি  জানতে পারি, অদ্য ২৫ শে আগস্ট ২০২৪ খ্রি: রোজ রবিবার আমার পরিষদের কোন কোন ইউপি সদস্যগণ তাদের হীনচরিত্রা হাসিল করার উদ্দেশ্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কল্পনা কাহিনী সৃজন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একখানা অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করেন যে, আমি ভিজিডি, বয়স্ক ও বিধবা ভাতা কর্মসূচীর প্রকল্প এবং টিউবওয়েল স্থাপনসহ অন্যান্য পরিষদের উন্নয়নমুলক কাজে পরামর্শ ও সভা না করে আমার মর্জিমত প্রকল্প বন্টন ও বাস্তবায়ন করি। অথচ উল্লেখিত প্রকল্পে বিলি বন্টনের পূর্বে পরিষদের বিধি মোতাবেক সভা করে রেজুলেশনের মাধ্যমে সঠিকভাবে বন্টন করে আসছি। যা পরিষদের রেজুলেশন খাতায় লিপিবদ্ধ আছে। উল্লেখ থাকা আবশ্যক যে, পরিষদের কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিজিডি বন্টনে অবৈধ অর্থ আদায়ে আমার নিকট অভিযোগ আছে এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকটও অভিযোগ রয়েছে। এমনিকি কোন কোন ইউপি সদস্য পরিষদের ভিতরে অনৈতিক ভাবে মাদক সেবন করে। আমি ঐসব অনৈতিক কাজের বাঁধা নিষেধ করার কারণে আমাকে হেয় পতিপন্ন করার জন্য কল্প কাহিনী তৈরী করে অভিযোগ দায়ের করছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।

Side banner