Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

পূর্বভাগ ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি আগস্ট ২৫, ২০২৪, ০৬:৪৫ পিএম পূর্বভাগ ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ

নাসিরনগর উপজেলা পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়া কে অবাঞ্ছিত করে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় পূর্বভাগ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে শ্যামপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পূর্বভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আত্তার মিয়া। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। অবিলম্বে ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া অপসারণ দাবি করেন তারা।
বিক্ষোভ সমাবেশে যুবদল নেতা গোলাম মোহাম্মদ  সেলিম এর সঞ্চালনায় হাজী আইয়ূব খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৃুর্বভাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন পিন্টু, বর্তমান মেম্বার দুলাল মিয়া, বর্তমান মেম্বার এম এ ফয়সাল, বিএনপির নেতা শ্যামল দত্ত, যুবদলের ইউনিয়ন সভাপতি ইসমাঈল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মুছা, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোহবান সহ আরো বক্তব্য রাখেন রবিউল আউয়াল গোলাম নূর, সালাহ উদ্দিন, হাজী রাশিদ, কামরুজ্জামান, জাহাঙ্গীর তালুকদার, শামীম, মামুন।
শিক্ষার্থীদের পক্ষ বক্তব্য রাখেন, আরিফুর রহমান, ফাহিমা আক্তার, সারফিন আক্তার, আল আমিন।
পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়ার সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।

Side banner