কুমিল্লার হোমনা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৪৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২০৯ টাকার প্রস্তাবিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে পৌর ভবনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন হোমনা পৌর মেয়র এডভোকেট মো: নজরুল ইসলাম। এতে সার্বিক ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা এবং সমাপ্তি জের ৭৪ লাখ ৯৮ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর সভার সচিব মো.শাহাদাত হোসেন, পৌর সভার ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম ও হিসাবরক্ষক মো. বিল্লাল হোসেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন সহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সকলের বাসযোগ্য হোমনা পৌর সভা গঠনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :