দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। নবনির্বাচিত এ উপজেলা চেয়ারম্যান সোমবার (১ জুলাই) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নুরুল হক সহ প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি চম্পক কুমার পাল, যুগ্ম সম্পাদক সাধন ভদ্র, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শাহাজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপাধ্যক্ষ আফসার আলী, হরেকৃষ্ণ দাশ, আওয়ামী লীগ নেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু, নির্মল অধিকারী, শেখ ইকবাল হোসেন খোকন, সাবেক কাউন্সিলর এস এম মোস্তাফিজুর রহমান ও যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়।
আপনার মতামত লিখুন :