ফেনীর সোনাগাজীতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদের সদস্য, পৌর মেয়র, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর সহ বাংলাদেশ আওয়ামীলীগ সোনাগাজী উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দীন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা খানম শাহীন গনি, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, জেলা ছাত্রলীগ সহসভাপতি আবদুল মোতাবেক চৌধুরী রবিন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইমুম ভূইয়া প্রমুখ প্রমুখ।
আপনার মতামত লিখুন :