মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন মাসিক সমন্বয় সভার মাধ্যমে প্রথম অফিস করলেন। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি প্রথম কার্যদিবসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাকে সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন উপজেলা প্রশাসন, জনগণ, ভোটার ও দলের নেতাকর্মীদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন, যারা আমাকে ভোট দিয়ে এ পদে নির্বাচিত করেছে তাদের কাছে আমি দায়বদ্ধ। মাননীয় সংসদ সদস্য সাকিব আল হাসানের সহযোগিতা নিয়ে আমার পিতা বীরমুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার হাজার হাজার মানুষের দুপুরে খাবারের ব্যবস্থা করেন।
উল্লেখ্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন মোটর সাইকেল প্রতিক নিয়ে বিপুল ভোটে এই প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :