ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন নারকেল গাছ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি এবিএম আনিছুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার জগ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ফলাফলে আমিনুল পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, জগ প্রতীকের শামীমা আক্তারের চাইতে ৪ হাজার ৯৪৮ ভোট বেশি পেয়ে মেয়র পদে জয়ী হয়েছেন নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম সরকার। অপর প্রার্থী মোবাইল ফোন প্রতীকের নুরুল হুদা শিবলু পেয়েছেন ৮৯৭ ভোট।
আপনার মতামত লিখুন :