Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

তোফায়েল আহমেদ সুস্থ আছেন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৫, ২০২৫, ০৯:০৫ এএম তোফায়েল আহমেদ সুস্থ আছেন

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘তোফায়েল ভাইকে নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি ভাল আছেন। প্লিজ গুজব ছড়াবেন না।’
এ ছাড়া এ বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তোফায়েল আহমেদ সুস্থ আছেন। তিনি ঘুমাচ্ছেন।
প্রসঙ্গত, তোফায়েল আহমেদ মারা গেছেন এমন একটি খবর সোমবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Side banner