কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবের বাড়ি লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চৌদ্দগ্রামের পদুয়া রাস্তার মাথা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা আব্দুল আউয়াল সুমনের বাগবিতণ্ডা হয়। এসময় সুমন শিবির সভাপতি মহিউদ্দিন রনিকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা বাদ আসর বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মুজিবুল হকের বাড়িতে ঢুকে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী জড়িত নয়।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :