বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনামে ভ্রমণ করেছেন এক কোটি ৫৮ লাখ পর্যটক। গত বছরের একই সময়ের তুলনায় এই হার ৪১ শতাংশ বেশি। বিদেশি পর্যটকরা দেশটিতে এসে খরচ করেছেন দুই হাজার ৯০০ কোটি ডলার। তবে পর্যটক টানার ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার অপর দুই দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার চেয়ে কিছুটা পিছিয়ে আছে ভিয়েতনাম।
নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডে আসে তিন কোটি ১০ লাখ এবং অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় ভ্রমণ করে দুই কোটি পর্যটক। গত বছরও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুটি দেশে সবচেয়ে বেশিসংখ্যক পর্যটক ভ্রমণ করে।
সহজে করা যাচ্ছে ভিসার আবেদন: ভিয়েতনামে পর্যটকদের ঢল নামার পেছনে বড় অবদান রেখেছে ভিসানীতি সহজীকরণ প্রক্রিয়া। প্রতিটি দেশের নাগরিকদেরই তিন মাসের ভিসা দিচ্ছে দেশটি।
নভেম্বর থেকে ২৫টি দেশের নাগরিক ভিসা ছাড়াই ভিয়েতনামে যেতে পারছে। এর মধ্যে ১৩টি দেশের নাগরিক ভিসা ছাড়াই দেশটিতে ৪৫ দিন থাকার সুবিধা পাচ্ছে। নভেম্বর থেকে বিদেশি ভ্রমণকারীরা নতুন একটি ওয়েবসাইটে (ঃযরঃযঁপফরবহঃঁ.মড়া.াহ) ঢুকে ই-ভিসার জন্য আবেদন করতে পারছে। আগের চেয়ে ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে এই ওয়েবসাইট চালু করে ভিয়েতনাম সরকার।
২০২৫ সালের লক্ষ্য ২৩ মিলিয়ন পর্যটক : ২০২৪ সালে ভিয়েতনামে ৪১ লাখ ৩০ হাজার পর্যটক আসে দক্ষিণ কোরিয়া থেকে। চীন থেকে পর্যটক আসে ৩৩ লাখ ৫০ হাজার। তাইওয়ান থেকে আসে ১১ লাখ ৭০ হাজার পর্যটক। যুক্তরাষ্ট্র ও জাপান থেকে পর্যটক আসে যথাক্রমে সাত লাখ ছয় হাজার ও ছয় লাখ ৫৫ হাজার। সম্প্রতি দেশটির জেনারেল স্ট্যাটিসটিকস অফিস এসব তথ্য প্রকাশ করে।
এ ছাড়া ভারত থেকে চার লাখ ৪৫ হাজার, মালয়েশিয়া থেকে চার লাখ ৪০ হাজার, অস্ট্রেলিয়া থেকে চার লাখ ৩৯ হাজার, কম্বোডিয়া থেকে চার লাখ ১৩ হাজার, থাইল্যান্ড থেকে তিন লাখ ৭৭ হাজার পর্যটক দেশটিতে বেড়াতে আসে। লক্ষ্যমাত্রা পূরণে ভিয়েতনামকে আরো ২২ লাখ পর্যটক নিয়ে আসতে হবে। করোনা মহামারির পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে আমন্ত্রণ জানাতে হবে মোট এক কোটি ৮০ লাখ পর্যটককে। ভিয়েতনাম ২০২৫ সালে দুই কোটি ২০ লাখ থেকে দুই কোটি ৩০ লাখ পর্যটককে আমন্ত্রণ জানানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৪ সালের চেয়ে ২০২৫ সালে পর্যটকের হার ২৮ শতাংশ বাড়বে বলে আশা করছে তারা।
পর্যটন ঘিরে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে: ২০২৫ সালে পর্যটন খাত থেকে দেশটির জিডিপির ৬ থেকে ৮ শতাংশ আসবে বলেও ধারণা করা হচ্ছে। ভিয়েতনামের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অব ট্যুরিজমের ডেপুটি ডিরেক্টর ফাম ভ্যান থুই বলেন, জিডিপিতে পর্যটন খাতের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই খাতের কারণে অগণিত চাকরি সৃষ্টি হয়েছে। মানুষের জীবনমানেরও উন্নতি ঘটেছে। ২০২৫ সাল নাগাদ বছরে স্থানীয় পর্যটকের হার বাড়বে ৮ থেকে ৯ শতাংশ। ২০২৩ সালে পর্যটন খাত থেকে জিডিপির ৭ শতাংশ আসে। ২০২৪ সালে দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান কত তা এখনো প্রকাশ করা হয়নি। ২০২৪ সালে ভিয়েতনাম ভ্রমণ করে এক কোটি ৭০ লাখ থেকে এক কোটি ৭৫ লাখ বিদেশি পর্যটক। দেশটির পর্যটন মন্ত্রণালয় ২০৩০ সাল নাগাদ এই খাত থেকে ১০ থেকে ১৩ শতাংশ জিডিপি অর্জনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই খাত ঘিরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগাচ্ছে ভিয়েতনাম।
তারকা ব্যক্তিদেরও আগ্রহ বাড়ছে: শুধু সাধারণ মানুষ নয়, বিশ্ববিখ্যাত ব্যক্তিদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে ভিয়েতনাম। ২০২৪ সালের মার্চে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, টেনিসের সাবেক তারকা রজার ফেদেরার এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ভিয়েতনাম ভ্রমণ করেন।
সূত্র : ভিএন এক্সপ্রেস
আপনার মতামত লিখুন :