কুষ্টিয়ার খোকসা উপজেলার আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগামের শিক্ষক ও সুপারভাইজারের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুষ্টিয়া জেলা অতিরিক্ত পরিচালক জিহাদুল ইসলাম জিহাদ, এনজিও প্রতিনিধি জাগরণী চক্রের পরিচালক কাজী জাহেদ নওয়াজ।
জাগরণী চক্র ফাউন্ডেশনের শিক্ষা ব্যুরো প্রধান মোহনলাল ঘোষের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খোকসা উপজেলা কো-অর্ডিনেটর আহাম্মেদ রুহুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদেরকে পুনরায় শিক্ষার কার্যক্রম পরিচালনায় উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় শিশুদেরকে আপনাদের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। অনেকটাই সম্মানের মাধ্যমে আপনারা আপনাদের এই মহতী কাজের সারথী হয়ে সরকারের মহান গুরু দায়িত্ব পালন করেন। আর আপনার একটু সেক্রিফাইসে তৃণমূল পর্যায়ের ঝরে পড়া ওই সকল শিশুরা প্রতিটা পরিবারের বোঝা না হয়ে আগামী উন্নত বিশ্বের সারথী হয়ে অগ্রসর হবে।
অনুষ্ঠানে উপজেলার ৭২ টি শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :