ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাহরাইন সময় সকাল ৭টায় এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। বাহরাইনের বাংলাদেশ স্কুল কেন্দ্রে ২০০৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এসএসসি পরীক্ষা।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন বালক এবং ৩৮ জন বালিকা। সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার, এনডিসি। তার সঙ্গে ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান এবং স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী।
কেন্দ্র পরিদর্শন শেষে রাষ্ট্রদূত স্কুলের অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অধ্যয়ন নিয়ে জানতে চান তিনি। পাশাপাশি রাষ্ট্রদূত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আন্তরিকতা এবং শিক্ষার মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি স্পোর্টস ডে উপলক্ষে আয়োজিত জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং উপস্থাপন দক্ষতায় মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। সেই সঙ্গে তিনি স্কুল কর্তৃপক্ষকে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাঝে দেশীয় সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার সঠিক মিশ্রণ ধরে রাখার পরামর্শ দেন।
ঢাকা শিক্ষা বোর্ডের সাথে মিল রেখে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন।
বাহরাইনসহ বিশ্বের আরও ৫টি দেশের ৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসে থেকেও শিক্ষার্থীদের এমন অর্জন বাংলাদেশ ও প্রবাসী সমাজের জন্য গর্বের বিষয়।
আপনার মতামত লিখুন :