‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন জার্মানির ডার্মস্টাটের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান-বাংলাদেশ কালচারাল সংগঠনের উদ্যোগে শনিবার (৫ এপ্রিল) ডার্মস্টাট শহরের একটি অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের একটি মিলনমেলায়।
বর্ণাঢ্য এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের সভাপতি তাহের মোহাম্মদ, সহ সভাপতি তাসলিম ইসলাম, সহ সভাপতি ফারুক রহমান, সহ সভাপতি ফাইজার রহমান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ শওকত মুরাদ, রেজা হক সিজার, শওকত মজুমদার, আব্দুর রহিম কাউসার, নুর আলম বেলাল, শেখ মনির উদ্দিন, ফরহাদ ঊদ্দিন ভুঁইয়া, সামিউল হক, শেখ মাহবুব, আরেফিন সবুজ, ওয়াজেদ আলী, নাইম ইসলাম, এনামুল হক, রোমেল এবং শুপনসহ সংগঠনের সদস্যরা।
জার্মানি প্রবাসী শিল্পী তনিমা তাসনিম একাধিক গান গেয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। গান, কবিতা আবৃত্তি, নাচ এবং খোশ গল্প আর আড্ডায় দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত লটারির আয়োজন ছিল। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন খেলাধুলা ও লটারি বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠন জার্মান সরকার অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। কমিউনিটির উন্নয়নে এ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের দিন এ সংগঠনের উদ্যোগে ডার্মস্টাট শহরে ঈদের জামাতের আয়োজন করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :