চলতি বছর বেরি সংগ্রহের কাজে ফিনল্যান্ড আসতে আগ্রহীদের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য মৌসুমী কর্মী ভিসার আবেদন উন্মুক্ত বলে জানিয়েছে ফিনিশ মাইগ্রেশন সার্ভিস। সোমবার ফিনিশ অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময়। এর মাধ্যমে মৌসুমী কাজের ভিসা, সনদ এবং এজন্য ফিনল্যান্ডে বসবাসের অনুমতি মেলে কর্মীদের।
প্রতি বছর ফিনল্যান্ডসহ বিভিন্ন স্ক্যান্ডিনেভিয়ান ও বাল্টিক দেশের অভিবাসী কর্মীরা মৌসুমী কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। অনুমতি পেলে তারা বেরি সংগ্রহকারী হিসাবে কাজের সুযোগ পান।
ফিনিশ কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, আবেদনকারীকে ফিনল্যান্ডের একজন নিয়োগকর্তা খুঁজে পেতে হবে। সম্ভাব্য কাজ এবং সেই নিয়োগকর্তার সঙ্গে বেতন সম্পর্কিত একটি কাজের চুক্তি থাকতে হবে। ওয়ার্ক পারমিট এবং ভিসার আবেদনের সময় সেই চুক্তিপত্র দেখাতে হবে। কাজের মেয়াদের ওপর নির্ভর করে পরবর্তীতে ভিন্ন ধরনের মৌসুমী কাজের অনুমতির আবেদন করতে হতে পারে।
কাজের মেয়াদ তিন মাস বা তার কম হলে:
যাদের কাজের মেয়াদ তিন মাস বা তার কম, তাদের নিজ দেশের ফিনিশ দূতাবাস বা কনস্যুলেট থেকে মৌসুমী কাজের ভিসার জন্য আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আরও তথ্য পাওয়া যাবে। যদি আপনি ভিসামুক্ত দেশ থেকে আসেন এবং বুনো বেরি সংগ্রহের কাজ করতে চান ও নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাবও পেয়ে থাকেন, তাহলে আপনি সরাসরি ফিনিশ ইমিগ্রেশন পরিষেবা থেকে ‘মৌসুমী কাজের জন্য সনদ’ চেয়ে আবেদন করতে পারেন।
সনদ পাওয়ার আবেদনের জন্য দিতে হবে ২৫০ ইউরো বা প্রায় ৩১ হাজার টাকা। এছাড়া ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ ফি বাবদ আরো একশ ইউরো বা প্রায় ১২ হাজার টাকা খরচ হবে।
মৌসুমী কাজের সনদের জন্য নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। একজন কর্মী শুধু সেই নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি পাবেন, যাদের নাম ওয়ার্ক পারমিটে উল্লেখ থাকবে। কাজের সনদে নতুন নিয়োগকর্তার নাম যোগ করতে হলে তার জন্য আলাদা আবেদন করতে হবে।
আবেদন জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবে ফিনিশ কর্তৃপক্ষ। কাজের সনদের জন্য আবেদনে আবেদনকারীর পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। অর্থাৎ, আবেদনকারীকে নির্বাচিত খাতের জন্য ফিনল্যান্ডের ন্যূনতম মজুরি উপার্জন করতে হবে। ২০২৫ সালে আবেদনকারীর মোট আয় প্রতি মাসে কমপক্ষে এক হাজার ৪৩০ ইউরো বা প্রায় এক লাখ ৮১ হাজার টাকা হতে হবে। ফিনল্যান্ডে ঢোকার সময় একটি বৈধ পাসপোর্টের প্রয়োজন হবে এবং আবাসনের ব্যবস্থা করতে হবে।
ফিনিশ কর্তৃপক্ষের মতে, এর অর্থ হলো আবাসনের মান ফিনল্যান্ডের সাধারণ আবাসনের জন্য প্রযোজ্য স্বাস্থ্য ও সুরক্ষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে গোসলের ও ব্যবহারের জন্য উষ্ণ পানি এবং ঘুমানোর পর্যাপ্ত জায়গা।
কাজের মেয়াদ তিন থেকে ৯ মাস হলে:
যারা এই বছর ফিনল্যান্ডে তিন থেকে ৯ মাস মেয়াদে কাজ করতে চান তাদের ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে ‘মৌসুমী কাজের জন্য আবাসিক পারমিট’ পাওয়ার আবেদন করতে হবে। এক্ষেত্রে ইলেট্রনিক আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রথমবার ৩৮০ ইউরো খরচ হবে। বসবাসের অনুমতির মেয়াদ বাড়াতে চাইলে পরের বার ১৭০ ইউরো খরচ হবে। আবেদনের ক্ষেত্রে প্রথম পারমিটের জন্য ৪৮০ ইউরো এবং বসবাসের অনুমতি বাড়ানোর জন্য ৪৩০ ইউরো খরচ হবে। ফিনল্যান্ডে পৌঁছানোর আগেই রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।
ফিনিশ কর্তৃপক্ষ বলেছে, আবেদনকারীর যদি স্বল্পমেয়াদী মৌসুমী কাজের সনদ থাকে এবং তিনি আরো কাজ করতে চান, তাহলে তাকে ফিনল্যান্ডে মৌসুমী কাজের জন্য আবাসিক পারমিটের আবেদন করতে হবে। তবে বর্তমান সনদ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে মৌসুমী কাজের জন্য প্রথম আবাসিক পারমিটের আবেদন করতে হবে।
১২ মাসের মধ্যে সর্বোচ্চ ৯ মাসের জন্য মৌসুমী কাজের অনুমতি দেওয়া হয়। আবেদনের ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। স্বল্পমেয়াদী বসবাসের অনমুতিপত্রের মতোই একজন ব্যক্তি শুধু আবাসিক পারমিটে উল্লেখিত নিয়োগকর্তার অধীনেই কাজ করতে পারবেন। যদি কেউ নিয়োগকর্তার নাম পরিবর্তন করতে চান, তাহলে তাকে আবার আবেদন করতে হবে।
মৌসুমী কর্মীদের পরিবারের সদস্যরা ফিনল্যান্ডে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীর ন্যূনতম মাসিক আয় হতে হবে এক হাজার ৪৩০ ইউরো। পাশাপাশি বৈধ পাসপোর্ট এবং ফিনল্যান্ডে থাকার ব্যবস্থা থাকতে হবে।
ফিনিশ কর্তৃপক্ষের মতে, আবাসনের মান ফিনল্যান্ডের সাধারণ আবাসনের জন্য প্রযোজ্য স্বাস্থ্য ও সুরক্ষার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে গোসলের এবং ব্যবহারের জন্য উষ্ণ জল ও ঘুমানোর পর্যাপ্ত জায়গা।
আইনগত পরিবর্তন:
ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয় ও কর্মসংস্থান মন্ত্রণালয় কিছু আইনগত পরিবর্তন করেছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ চলতি মাসে কার্যকর হবে। চলতি মাসের শুরুতে সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতীতে বন্য বেরি খাতে কিছু সংকট দেখা গেছে। তাই আইন পরিবর্তনের প্রয়োজন হয়েছে।
সরকার বলছে, এই পরিবর্তনগুলো বেরি সংগ্রহকারীদের অধিকার পর্যবেক্ষণে সরকারকে সহযোগিতা করবে এবং কর্মীদের সুরক্ষা ও যথাযথ আয় নিশ্চিত করবে। এতে আরো বলা হয়েছে, ‘‘কোম্পানিগুলোকে অবশ্যই বিদেশি বেরি সংগ্রহকারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে, যাতে তারা ফিনল্যান্ডে আসতে পারেন।’’
ফিনল্যান্ড সরকার এর আগে জানিয়েছে, শেনজেন ট্যুরিস্ট ভিসায় ফিনল্যান্ডে আসা বেরি তোলার বিদেশি কর্মীদের কাজের পরিবেশ এবং আয় সম্পর্কিত কিছু অভিযোগ ছিল। এমনকি শ্রম শোষণ এবং মানবপাচারের অভিযোগও ছিল। সরকার বলছে, এখন থেকে ‘আইনগত পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ’ এবং ‘বেরি খাতে শোষণ মোকাবিলায়’ ব্যবস্থা নেওয়া হবে। ইনফোমাইগ্রেন্টস।
আপনার মতামত লিখুন :