Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দুর্বল অর্থনীতির কারণে নিউজিল্যান্ড ছাড়ার হিড়িক!


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক     জানুয়ারি ২৩, ২০২৫, ১০:০৩ পিএম দুর্বল অর্থনীতির কারণে নিউজিল্যান্ড ছাড়ার হিড়িক!

২০২৪ সালের নভেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছেড়েছে। দেশটির অর্থনৈতিক অবস্থা যে ভালো নেই এর মাধ্যমে সেটিই পরিষ্কার হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত দেশটি থেকে এক লাখ ২৭ হাজার ৮০০ মানুষ নিউজিল্যান্ড ছেড়েছে, যা আগের ১২ মাসের তুলনায় ২৮ শতাংশ বেশি। অতীতে কখনোই এক বছরে এত সংখ্যক মানুষ দেশটি ছাড়েনি।
জানা গেছে, যারা নিউজিল্যান্ড ছেড়েছে তাদের মধ্যে ৫০ শতাংশই দেশটির নাগরিক। মাত্র ৫৩ লাখ জনসংখ্যার দেশটিতে কয়েক বছর ধরেই অর্থনৈতিক দুর্বলতা দেখা যাচ্ছে। কারণ ঐতিহাসিকভাবে উচ্চ মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বেশি রাখছে।
সিনিয়র অর্থনীতিবিদ মাইকেল গর্ডন বলেছেন, প্রচুর লোক কাজের সুযোগের জন্য নিউজিল্যান্ডে আসে এবং একই সময়ে অনেকে আবার চলে যায়।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার অর্থনীতি এখন ভালো অবস্থানে রয়েছে। তাই কাজের সুযোগে সেখানে অনেকে চলে যাচ্ছেন।
২০২৪ সালের নভেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের নেট মাইগ্রেশন ছিল ৩০ হাজার ৬০০, যা তার আগের বছর ছিল এক লাখ ৩৫ হাজার ৭০০।
সূত্র: রয়টার্স

Side banner