Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কয়রায় ৬ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠিত


দৈনিক পরিবার | কয়রা প্রতিনিধি জানুয়ারি ৯, ২০২৫, ০৮:৪৭ পিএম কয়রায় ৬ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠিত

খুলনা জেলার কয়রা উপজেলার জাতীয় নাগরিক কমিটির ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষনা করেছে জাতীয় নাগরিক কমিটি, খুলনা জেলা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন তারা।
জাতীয় নাগরিক কমিটির কাজকে ত্বরান্বিত করতে, জুলাই বিপ্লব ঘোষণাপত্রের প্রচারণা সব জায়গায় পৌছানো, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কয়রা উপজেলায় ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়েছে।
প্রতিনিধি কমিটির ৬ জন হলেন এ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক, শিহাব উদ্দিন, আকবর আলী, সরদার আবু হাসান, মোকাররম বিল্লাহ ও মোশাররফ হোসেন রাতুল। 
জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশ পাবে বলে জানা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা, উপজেলা প্রতিনিধি কমিটি দেওয়াসহ সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে।

Side banner