Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানুয়ারি ৫, ২০২৫, ০৪:১১ পিএম নবাবগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া ব্রিজ রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা শাখার কার্যালয় এর উদ্বোধন করেন। 
এসময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বলেন, আজকে আমাদের নবাবগঞ্জ উপজেলা কার্যালয় উদ্বোধন হলো এটিই আমাদের কার্যালয়। এখান থেকেই সব ধরনের রাজনৈতিক কর্মকাÐ পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে
এসময় দিনাজপুর জেলা বিএনপির সদস্য মো. আবু তাহের ক্বারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাজ্জাদ আল মামুন ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নজরুল ইসলাম ফতে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুক্তি মাহফুজ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Side banner