চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশ হাট বাজার সংলগ্ন, শাহপীর এবতাদিয়া মাদ্রাসার মাঠে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) লোহাগাড়া উপজেলা বিএনপির আয়োজনে ৩১ দফার এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, লোহাগাড়া সদর বিএনপির সভাপতি ইসমাইল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপি আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
মো. আসিফ উদ্দিন'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের আহ্বায়ক মৌলানা মুজিবর রহমান, মোঃ আবু সেলিম, এ্যাডভোকেট এহছান চট্টগ্রাম জর্জ কোর্ট, লোহাগাড়া উপজেলা বিএনপি সদস্য, আবুল হাসেম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন সাঈদ, মোহাম্মদ রাসেলসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।
প্রধান অতিথি লোহাগাড়া উপজেলার বিএনপি আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেন, দেশকে নতুন রূপে সাজিয়ে তুলতে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি'র নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানিয়েছেন তিনি।
পরিশেষে তিনি ২৪শে শহীদ হওয়া সকল শহীদ পরিবারের জন্যে দোয়া এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :