Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

গুইমারায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | বিএম.বাশার জানুয়ারি ৪, ২০২৫, ১২:৫০ পিএম গুইমারায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত 

‘কৃষকের কথা তুলে ধরব আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইয়াকুব আলি পিন্টুর সঞ্চালনায় উপজেলা কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, এড. রবিউল হাসান (পলাশ)।
এছাড়াও কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক,এম,এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম প্রমুখ।  
সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Side banner