Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

তজুমদ্দিনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 


দৈনিক পরিবার | খন্দকার নিরব জানুয়ারি ২, ২০২৫, ০১:৩৫ পিএম তজুমদ্দিনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা ছাত্রদলের আয়োজনে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু।
এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরিফ হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক, শাহীন আলম অভি, কামরুল হাসান হুমায়ুন, শাহরিয়ার সেজান, মহিবুল্লাহ রামীম, সোহেল তানভীর, ইব্রাহীম গাজী, জুলফিকার হাওলাদার, রিয়াজ মান্না, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, চাঁদপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদল সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক মোঃ সোহেল, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল সভাপতি জুয়েল পাঞ্চায়েত, সাধারণ সম্পাদক সাব্বির তালুকদার, সহ-সভাপতি খন্দকার নিরব, সোনাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি নেওয়াজ শরীফ, সম্পাদক মোঃ শামীম, শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল সভাপতি আর রহমান শুভ, সম্পাদক রুবেল রেজা, শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদল সভাপতি মোঃ সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক নাঈম হাওলাদার, চাঁচড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল মির্জা, সম্পাদক সবুজ তালুকদার, মলংচড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ বাহারুল সম্পাদক মোঃ শামীম সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মী।

Side banner