বাংলাদেশ সংখ্যা গরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ২ টায় সময় কালেঙ্গা নুরে মদিনা মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষকদলের মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক এবং ১নং রহিমপুর ইউনিয়নের আহবায়ক মো: জসিম মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সাহিদুর রহমান ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ ফয়সল আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মতিন বকশ, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আহমদ মনোয়ার রহমান, আহব্বায়ক কমিটির সদস্য আনিছুজ্জামান বায়েছ, মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাহিম কবির, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: শাহাদ আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সৈয়দ রিপন আহমদ, কমলগঞ্জ উপজেলার কৃষক দলের আহবায়ক মবশ্বির আলী, সদস্য সচিব আহাদ মিয়া প্রমুখ।
এছাড়াও ১নং রহিমপুর ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :