জামালপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সেতুলী বেম্বো গার্ডেনে জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সহ সভাপতি আব্দুস সাত্তার, প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কারী খোকন, সহ সভাপতি জয়নাল আবেদীন সদর উপজেলার সভাপতি ইয়াছিন আলী আকন্দ,সরিষাবাড়ি পৌরসভার আহব্বায়ক হারেছ উদ্দিন প্রমুখ।
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, অতীতে জাতিয় পার্টি দালালি করেনি আগামীতেও করবেনা,বাংলাদেশের উন্নয়নের রুপকার হলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ, আওয়ামিলীগ, বিএনপি কেউ প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের নয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি কেউ থাকে তা হলো জাতীয় পার্টি। এরশাদের আমলই বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র হিসেবে ঘোষনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ৫ আগস্ট থেকে রাজনৈতিক নেতাদের শিক্ষা নেওয়া উচিৎ। উগ্রতা নেতৃত্ব সৃষ্টি করেনা। কোন নেতা যদি মনে করেন রাজনীতি করে টাকা উপার্জন করবেন তাহলে সে চরম ভুল করবে। বাংলার মানুষ এখন অনেক সচেতন, রাজনৈতিক নেতাদেরকেও সচেতন হতে হব। তাদের চিন্তার গভিরতা থাকতে হবে। হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশের দুটি দল দীর্ঘদিন রাষ্ট্র শাসন করেছে, এসময়ে সাধারণ মানুষেরা সব কিছুতেই বৈষম্যের শিকার হয়েছেন। বর্তমান কিভাবে দেশ চলছ তা আপনারা দেখছেন। ছাত্ররা যেভাবে কথা বলছে, সরকার কি বলছে, রাজনৈতিক দলগুলো নানাভাবে কথা বলছে, কারো মাঝে বিনয়ী দেখতে পাচ্ছিনা। এ পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত নেতা কর্মীদেরকে বলেন, আগামীতে বর্ধিত সভা করে ইউনিয়ন ও উপজেলা কমিটি করা হবে বলে আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :