Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানুয়ারি ১, ২০২৫, ০৯:৫১ পিএম ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে পৌর এলাকায় শোভাযাত্রা বের করা হয়। সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২ টায় পৌরসভার রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে উপজেলা বিএনপির আরামনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম বিদ্যুৎ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। আরো বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন তালুকদার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম । আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল। 
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

Side banner