বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজানের বাগোয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় ইউনিয়নের লাম্বুরহাট সুইচ গেইট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, হাজি জসিম, হাবিবুল্লাহ মাস্টার, হাকিম চৌধুরী, ইসহাক, হানিফ মেম্বার, হাশেম, মোজাহের আলম, মাসুদ আলম, ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, এডভোকেট তাজুল, জানে আলম, সেলিম উদ্দিন, শফিকুল আজম মানিক, মোমিন, রোকসান, মুসা খান, আব্দুর শুক্কুর, এডভোকেট মফিজ উদ্দিন, ইয়াকুব, তছলিম উদ্দিন, আব্দুর শুক্কুর, ছোটন আজম, জাহেদ, মুরাদ, নেজাম, নুর মোহাম্মদ ,রফিক, উমর ফারুক, হাসান, পারভেজ, কামাল, এডভোকেট সাজ্জাদ, টিটু, রনি, সাজু, মির আহম্মদ, তারেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা উপস্থাপন করেছেন সেটি আগামীর সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানের জন্য অতীত গুরুত্বপূর্ণ। এই ৩১ দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে।
আপনার মতামত লিখুন :