Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ


দৈনিক পরিবার | সিফাত রানা ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:০০ পিএম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 
জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিএনপি নেতা সাদিকুর রহমান শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১০ হাজার শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন। এর আগে বেগম খালেদা জিয়ায় রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। 
জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাই তার রোগমুক্তি কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম দিনে ১ হাজার দেয়া হলেও আগামী কয়েকদিনে পুরো উপজেলায় ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে। এসময় উপস্থিত সকলের নিকট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। 
এসময় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আহসান হাবীব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (আর্মি), সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, শফিক আহমেদ, হাবিবুর রহমানসহ অন্যন্যরা।

Side banner