Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | শাহিন নুরী গাইবান্ধা ডিসেম্বর ২৫, ২০২৪, ০৭:১২ পিএম গাইবান্ধায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভা 'গাইবান্ধা রাইজিং' অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার বিকেলে জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধার আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এসময় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় সদস্য রাফিদ ভুইয়া, জেলা সংগঠক মাহমুদ নাসের, মাসুদ, মৌটুসী।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট বিগত সরকার নানা অনিয়ম দুর্নীতি করেছে। তারা এই দেশ ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেকেই গুমের শিকার হয়েছেন। জুলাই-আগস্ট বিপ্লবে অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে। তারা এই স্বৈরাচারী সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 
বক্তারা জুলাই-আগস্ট বিপ্লবে সকল শহীদদের শ্রদ্ধা জানান এবং বর্তমান সরকারকে তাদের পরিবারের পাশে থাকার আহবান জানান। বক্তারা নতুন প্রজন্মকে সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

Side banner