কুষ্টিয়া খোকসা থানা ও পৌর বিএনপি'র বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ ঘটিকায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এই বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই শীত উপেক্ষা করে দলে দলে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করে। প্যান্ডেলের চারিপাশে মানুষের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও খোকসা কুমারখালীর সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশেষ কর্মী সমাবেশটি উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী, এছাড়া বক্তব্য রাখেন খোকসা থানা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, মনিরুজ্জামান কাজল, সমাবেশটি পরিচালনা করেন এ জেড জি রেজা বাজু সভাপতি খোকসা পৌর বিএনপি এবং নাফিজ আহমেদ খান রাজু সাধারণ সম্পাদক পৌর বিএনপি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা থানা বিএনপি'র আহবায়ক সৈয়দ আমজাদ আলী।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির আহবায়ক বলেন, আজকে থেকে খোকসা থানা এবং পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। সংগঠনকে আরো গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে খুব দ্রুতই গ্রহণযোগ্য একটি কমিটি উপহার দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :