Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তেঁতুলিয়ায় কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আহসান হাবিব, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:৫৪ পিএম তেঁতুলিয়ায় কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে তেঁতুলিয়া উপজেলায় ৩নং সদর ইউনিয়নে কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে জাতীয়তাবাাদীর বিএনপি নিজ কার্যলয়ে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি তেঁতুলিয়া সদর ইউনিয়ন শাখার হেলার উদ্দীন।
এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পঞ্চগড় জেলা কৃষকদলের আহবায়ক আব্দুল রাজ্জাক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়হক শাহাদত হোসেন রন্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী পঞ্চগড় জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান সিরাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন, যুগ্ম আহবায়ক আবু সাইদ মিয়া, উপজেলা যুবদল সদ্যস সচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক কামুজ্জামকন কামু, উপজেলা ছাত্র দলের সম্পাদক আবুবক্কর সিদ্দীক ৩নং ইউপি সভাপতি দেলোয়ার হোসেন, ৩নং ইউপি সম্পাদক তোজাম্মেল হক প্রমুখ। 
অনুষ্ঠনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ওলামা দলের আহবায়ক সোহরাব আলী, উপজেলা যুবদল, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ করিম, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আসিক ইকবাল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, চেম্বার অব কমার্সের নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ, ৩নং সদর ইউপি আহবায়ক এরশাদুল হক, উপজেলা বিএনপি ৩নং সদর ইউপি আহবায়ক মো মিঠু সহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner