Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি ডিসেম্বর ২২, ২০২৪, ০৬:৩৫ পিএম নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা নাসিরনগর সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। রবিবার (২২ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন।
২০২৩ সালের ১৪ই জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে এম এ হান্নান সভাপতি, কে এম বশির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক ও এডভোকেট আলী আজম চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘদিন পর নাসিরনগর উপজেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কমিটির অনুমান দেয়।
কমিটির সভাপতি ছাড়া ৯ জনকে সহসভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জনকে সহ সাংগঠনিক, ৩৫জনকে সম্পাদকীয় পদ ও ৪৮ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। 
প্রকাশিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।

Side banner