ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা নাসিরনগর সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। রবিবার (২২ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন।
২০২৩ সালের ১৪ই জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে এম এ হান্নান সভাপতি, কে এম বশির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক ও এডভোকেট আলী আজম চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘদিন পর নাসিরনগর উপজেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কমিটির অনুমান দেয়।
কমিটির সভাপতি ছাড়া ৯ জনকে সহসভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জনকে সহ সাংগঠনিক, ৩৫জনকে সম্পাদকীয় পদ ও ৪৮ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
প্রকাশিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।
আপনার মতামত লিখুন :