Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঠাকুরগাঁও পৌর বিএনপির ১১নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | রুবেল রানা ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:১৬ পিএম ঠাকুরগাঁও পৌর বিএনপির ১১নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁও পৌর শাখার ১১নং ওয়ার্ডের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে (২১ ডিসেম্বর) জেলার পৌর শহরের রোড ইসলামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
১১নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ। গেস্ট অব অনার সহ সভাপতি জেলা বিএনপি এডভোকেট আব্দুল হালিম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম শরিফ বলেন, দেশের আপামর ছাত্র জনতার আন্দোলন বিপ্লব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার পতন হয়েছে। এখন গনতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আর্দশের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যাতে দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তাই সবাই সোচ্চার থাকতে হবে। অন্তর্র্বতীকালিন সরকারকে সহযোগীতা করতে হবে। যাতে তারা দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারে। বিএনপি কারো প্রতি হিংসার মনোভাব পোষন করে না।
তিনি আরো বলেন, ছাত্রদের বুকের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এ দেশকে আগামীতে সোনার বাংলাদেশে গডে তুলতে হবে এবং এই অঙ্গীকার নিয়ে সামনের দিনে শক্তভাবে রাজনীতি করতে হবে। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘজীবী হোক, আমাদের নেত্রী গণতন্ত্রের মা সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে দ্রুতই দেশে ফিরে আসবেন।
১১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লা, সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান, জেলা মহিলাদলের নেত্রী লাভলী বেগম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুসহ অন্যান নেতারা বক্তব্য রাখেন।

Side banner